অমানুষ
- দীপঙ্কর সাধুখাঁ

মনের ভিতরে আছে ভয়ঙ্কর রাক্ষুসে দানব;
কেন তুমি করে যাও পৈশাচিক নারকীয় নৃত্য?
মনুষত্ব হারিয়েছো তুমি আর নেই তো মানব;
তোমার বিকার দেখে ভীতিগ্রস্ত মানুষের চিত্ত।

তোমার শিরায় হয় প্রবাহিত বিষাক্ত তরল;
কুৎসিৎ কর্মকাণ্ড করো তুমি সমর সম্মুখে।
কদাকার দেহখানি যেন এক পাশবিক বল;
কুকথায় পঞ্চমুখ অহঃরহঃ অপশব্দ মুখে।

ভয়াবহ জঙ্গলের তুমি এক ক্রুদ্ধ জানোয়ার;
কখনো মানোনি পোষ চেয়ে থাকো জঙ্গলের দিকে।
বিষাক্ত সাপের মতো ফনা তোলো তুমি বার বার;
তোমার ছোবলে বিষে একদিন হয়ে যাবো ফিকে।

তোমার শরীরে আছে ভয়ঙ্কর জন্তুদের রক্ত;
তুমি বড় অমানুষ, এটা বলা নয় খুব শক্ত।


১২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।